Entries by ঠোংগা কবি

পথভুলো

তারপর একদিন ভুলে যাওয়া নদীর প্রহেলিকা ঘাট, কুয়াশার ঝাপসায় বিস্মৃতির ঝড় তোলা স্বপ্ন আমল, পথভুল ঘাসে ছাওয়া রূপকথা প্রণয়ের রাজ্যের পাট, হেমন্ত ভুলে যাওয়া সাদাকালো বিবর্ণ হৃদয় কমল। সোহাগের আঁচলের রেশমের কোমলতা আজ বহুদুর, মুগ্ধতা নিয়ে গেছে এলোমেলো সময়ের ঘোটকের খুর, তুমি যেন উত্তাল রাত্রির দহনের শীতল অনল, তারপরও ভুল করে প্রায়শই, স্বর্ণালী ফসলের সুর। […]

স্বপ্ন নিশানা

জীবনের সৈকতে আগুন জ্বলা রূপালী বালুরকনায়.. প্রমূর্ত ছায়াদের বেলা শেষের ভয়াল অট্টহাসি, মুক্তির লালিমায় বিকেলের সীমানায় সন্ধ্যা ঘনায়, বায়ুর প্রলয়ে কালের জোয়ার ভীষণ সর্বনাশী। দূরাগত সূর্যের হাতছানি ডাক লুকোনো সোনায়, মানবের যাত্রা অনাগত উত্থান জীবনের বানভাসি, আলো গতিময়তায় মঙ্গল পূর্ণতা কানায় কানায়, কিরণের তোরণে অমৃত জাগরণে আঁধারের ফাঁসি। মহাকাল সুড়ঙ্গ আলোকিত নিশানার বার্তা জানায়, সুগভীর […]

ক্রান্তিকাল

বিস্মৃতির তীর ঘেসে ছুটে চলে অন্ধ সময়, খসে গেছে আকাশের জোছনারা, খসে গেছে রাত্রির ভয়, এখন ক্রান্তিকাল, ভুল করে ভুল, স্মৃতিদের তন্দ্রা তময়… মুছে গেছে আঁচলের কারা, এমনকি মুছে গেছে ব্যাথাদের ক্ষয়। অপেক্ষার অন্তরলোক বাড়ায় না আর মায়া, এখন মধ্যাকাশে ফেরারি কালের ছায়া, এখন আঁচলের বন্ধনে বাঁধে মমতার জায়া, এখনও রাত্রি গভীর, অযথাই কবিতায় ভাবনারা […]

প্রহেলিকা হলুদের প্রান্তর

গোধূলির প্রান্তে হিমেলের গহীনে কুয়াশার প্রান্তর, স্মৃতির অনন্তে আবছায়া নির্জনে সময়ের বন্দর, হলুদের ফ্যাকাসে স্পন্দনে মাখা, সাদাকালো অন্তর, বিস্মৃতি হাহাকার মৃত্যুর গলিতে জীবনের মন্তর। নিরাসক্তের কারাগার, আবদ্ধ হলুদের গলিত বাসর, প্রহেলিকা বাতাসে ধোঁয়া ধোঁয়া হতাশার চাঁদনী পসর, অজানা আশংকায় বুকের গভীরে বাজে ভয়ের কাসর, অস্তের বিবর্ণে সূর্যের নিভু নিভু হিমের দোসর। . নিঃশব্দ ভূতুড়ে জীবমৃত […]