ডাক
তোমার বিহনে প্রেমের কাহনে..
বিরহের গান গাওয়া,
বিষণ্ণ সুরে বিস্মৃতি দূরে..
জোছনা গুনতে চাওয়া,
রাত্রি বাহনে স্বপ্ন গাহনে..
একাকী প্রহর গোনা,
অনাগত ভোরে জীবনের মোড়ে..
কুয়াশার ডাক শোনা,
দিবস তখন মেঘলা যখন..
স্পর্শ আঁচলে যাওয়া,
মায়াবী বর্ণে মমতা অর্নে..
হৃদয়ের নাও বাওয়া।
ভীষণ তিখন সময় এখন..
কান্নার জল লোনা,
কালের পর্না ধূসর তূর্ণা..
টেকার নকশা বোনা,
তবুও দূরের অচিনপুরের..
মৃত্তিকা মুখখানি,
সবুজ ঘরের ঝাপসা স্বরের..
ভুলে যাওয়া হাতছানি।
Leave a Reply
Want to join the discussion?Feel free to contribute!