বিকেলের আয়না
আরক্ত বিকেলের রৌদ্রের গানে সাজে পদ্মপুকুর,
গোধূলির রূপ, লালিমা শিখার নাচ, জলের নূপুর,
রাঙা আলো উত্তাপ, লজ্জার আভরণে বাতাসের গান,
জলের আয়না লাল বিষণ্ণ পৃথিবীর হৃদয়ের থান,
দিবসের বেলা, শেষের রক্ত খেলা ছড়ানো আবীর,
আগমনী অন্তিম সময়ের সঞ্চিত কালের গভীর,
রক্তিম আকাশের বর্ণীল দিগন্তে মরীচিকা ছায়া,
জলের বাসর ক্ষণে ছায়া ছায়া গহীনের অকুণ্ঠ মায়া।
কাঞ্চন বিকেলের সিঁদুরের রঙে রঙতুলির আঁচড়,
জলাশয় দিবাকর মায়া প্রতিফলনের পদ্ম কোঁচড়,
সলিলের সুন্দরে তপনের গাঢ় ভালোবাসার আঁচল..
জীবনের উৎসবে আলোকিত দীপ্য তৃষ্ণা সজল,
স্বর্গীয় আভাতে প্রণয়ের মহিমায় হৃদয়ের নীর..
অম্বুলোকের ধ্যানে ভাস্কর মগ্ন জীবনের ভিড়,
সময়ের জাগরণে ক্ষয়ে যায় উত্তাল কালের সাবেক,
স্মৃতিদের ক্যানভাসে পড়ন্ত বিকেলের স্নিগ্ধ আবেগ।
Leave a Reply
Want to join the discussion?Feel free to contribute!